কী করে যে ভুলে যাই? দূর ছাই!
আজ ছিলো দিবসটা চিঠির
যার হাত নিয়েছি হাতে, দিয়েছি উজাড় করে
ভালোবাসা সব, চোখে চোখ স্থীর
তাকে তো পেলাম চিঠির পরে
একে একে বহুদিন ধরে
লিখে গেছি মিতালির মালা থরে থরে থরে।
সাজানো সে লেখাগুলো কোনটা কবিতা
কোনটা নদীর জন্মকথা কোনটা আকাশ নীলের
বিরহ চিত্ত ভরে পাঠানো বারতা
কোনটা চোখের জল ছলছল, মায়াবী কুহকে ঢাকা
পথ চাওয়া অবিরাম কত মান অভিমান
গানে আর কবিতায় ভরে রাখা
কত সন্ধ্যা বিমুগ্ধ হলো কত রাতে উঠলো তারা বেদনার
কত ভোর কেঁদে গেলো, পাখিদের গানে গানে পার
অবশেষে সে আর আমি একাকার।
চাঁদের হলুদ রোদে দেহ মেলে বলেছি মনের যত বলা
লিখেছি তবুও চিঠি ,পেয়েছি আপন করে
সেই থেকে দুজনের চলা
থামে নাই, চলছেই চলুক না প্রাণবায়ু যতকাল থাকে
চিঠিতে পেয়েছি তাকে, চিঠি যেন চিরকাল মনে রাখে।