বলতে বলতে ভুল হতে পারে,ভুলে যেতে পারে মন
বলবো না তবে, দেয়ালে লিখবো সবার পরাণ কথন
আঁকবো ছুরত, হায়েনা সভার খুনী মুশতাক গং
আঁকবো আবার দোয়েলের ছবি
বাদামী ফড়িং, ছুঁয়ে যাওয়া সাতরং
আঁকবো মিছিল রাখবো বুকে জিহাদের মতো সেটে
বুলেট বোমায় ঝাঁঝরা শরীর রক্তের স্মৃতিপটে
আঁকবো পতাকা লাল সবুজের জমিনের ছবিটাও
তার সাথে সাথে সাত যোদ্ধার জীবনের বলি টাও
একাত্তরের রণাঙ্গনে যারা দিয়েছিলো তাজা প্রাণ
এঁকে রেখে দেবো স্মৃতির পকেটে চিরকাল অম্লান
রিসেট বাটনে যারা পুশ করে তারাই বিলীন হবে
যুগ যুগ ধরে ঘৃণার পাত্র তারা হবে, তারা হবে।
আঁকবো না ওদের থাকবে না ওরা আমাদের জলরঙে
বাংলা আমার ভাষায় যেমন দেশটাও রাখি সঙ্গে।