দেখছি নামতে নর্দমায়
পাপ পঙ্কিল পথের কুকুর সুট প্যান্ট টাই পরে
ছুটছে জাতিসংঘের বক্তৃতায়
তোষণ ভেজাবে কি মন
চিরদিন রক্ত রাঙা পথে হয় না তো
ক্ষমতার দীর্ঘ আয়োজন।
দেখছি মৌসুমি সুখের দালাল
গুঁজে হাত আস্তিনে, সুড়সুড়ি দিয়ে চলে অবেলায়
দিন কেটে যায় যাক নানা টালবাহানায়
অধর রঞ্জনে সুখপাখি যদি এঁকে রাখা যায়।
দেখছি দুমড়ে মুচড়ে গেছে মানবতা
ভালোবাসাবাসি
ক্ষত হতে ঝরছে রক্ত পুঁজ
তবু সেই ডিগবাজি, বিদ্রুপের হাসি
শিখিয়ে দিচ্ছে আগামীকে
এ দেশের অবস্থান পৃথিবীর বুকে
ভালো নয় ভালো নয়, ক্রমাগত হয়ে যাচ্ছে ফিকে।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
দুঃখিত। বিদ্যুৎ নেই, নেট নেই, ফোনে চার্জ নেই। কারো কবিতা পাঠ ও মন্তব্য করতে পারছি না।