লালসারা নাচছে উপবনে
তবুও বলিনি পেতে পারি, সহজের সুতীব্র ঘ্রাণ
হাত বাড়ালেই তৃষ্ণার্ত নদী...
কতবার ভেঙ্গেছি স্বপ্নদ্বার
ফুল থেকে কামনার রস, প্লাবিত দুঃখ সেকেলের
সেই তো বারবার করি নবায়ন ,আসি আর যাই
ক্রমশ বৃদ্ধির যোগ অভাব আর জনসমাগম
তারপরও আকাঙ্ক্ষারা ছিঁড়ে খায় বাষ্পালু ওম
আহা! স্বর্গ বুঝি এখানেই এসে থামে?
মশগুল দেহ বিলাস আর ইচ্ছা অনিচ্ছার কামে।
_________________________