বিবর্ণতায় নিজেকে ঢাকলে কী হবে, শুনি?
বিমর্ষ কোলাহলে নাক ডুবিয়ে বসে নেই কেউ
সকলেই গোছাতে ব্যস্ত রোদ, রোদের তহবিল
খুলেও বসে নেই কেউ দুঃখের পাঁজি
অসম যুদ্ধের বাস্তবতা বাজাচ্ছে সাইরেন...

অন্য কোন হাত প্রসারিত করলেও সম্পর্ক আত্মার
বলবে না একবারও, চলো সাজাই
নক্ষত্রভরা বিচ্ছুরিত বৈদূর্যের বিশুদ্ধ বন্ধনী রাত
অথচ চাইলেই ঈশ্বরকে বসিয়ে রেখে
হতে পারে স্ফটিকশুভ্র এক আজন্ম তীর্থের কাক

হয়তো এ বিদ্বেষী বিচরণ ক্ষেতের সন্ধ্যা, আর
ছোবলের অঙ্গীকার ঘুচে যাবে একদিন
নিয়তির কসম...
প্রকৃতিই শেখাবে দেউলিয়া হতে গেলে
আর কী কী উপাদান প্রয়োজন হবে উহাদের??