একবিংশের সিকি শতাব্দীতে এসেও
                                       জ্বলছে পৃথিবী
দেশে দেশে ছড়াচ্ছে উগ্রতা সাম্প্রদায়িক পাণ্ডা
আকাশে
             জলে
                       স্থলে বিশ্বযুদ্ধের রক্তস্রাব।

কেউ একজন বলেছিলো, দেখে নিও
মানুষেরা যেদিন ঘুম থেকে উঠবে জেগে, যেদিন
দেখবে পশ্চাতে ঝুলছে লেজ
আর তারা হয়েছে ডানার অধিকারী
                     সেদিনটি হবে স্বাধীনতা দিবস।

কিংবা--
যেদিন মানুষ প্রতিশ্রুত মুক অথবা বধির হয়ে
জিরাফের মতো গলা উচিয়ে দেখবে আকাশ
সেদিন হবে হ্যাঁ, সেদিনই হবে
                         স্বাধীনতার প্রথম সূর্যোদয়।

অথচ তাবৎ পৃথিবীর পশ্চাৎ খুঁচিয়ে দেখি-
দাসত্বের নিগূঢ়ে মানুষ বাঁশির সুরে
                      বন্দী হ্যামিলন শহরের ইঁদুর।