বিপ্লবের কথাগুলো ভুলে গেছে এদেশের লোক
আজকাল কোন কমরেড জাগায় না মন জনতার
সূচী দিয়ে জানায় না আর, এসো এই রাজপথে দাবী আদায়ের করি ভীড়
এসো তুমুল আন্দোলনে কাঁপিয়ে দেই লুটেরার মসনদ
ফিরে পাক মজুর যুবা খেটে খাওয়া মানুষেরা তার ন্যায্য অধিকার
জুয়া মদ নেট আর নষ্ট দোষে, কুশিক্ষার অন্ধকারে ডুবে যাওয়া সমাজ উঠুক জেগে
সুশিক্ষার আলো এসে জাগাক স্বদেশ।
আজকাল কেউ আর দেখায় না স্বপ্ন আগামীর
আপন মুঠোয় ভরে লুটে নিতে তৎপর খুব
ভোরের আলোর কাছে মানুষের যদিও প্রতিজ্ঞা ছিলো এককালে,
মানুষের জন্যেই চিরকাল নিবেদিত থাকার মানুষ
ভুলে গেছে প্রকৃতির স্বাভাবিক বন্ধন।
তবুও তো সাধারণ, চায় সেই অজানার সিঁড়ি
আগুনের লেলিহান জ্বলুক বুকের মাঝে খুব
ডাক দিয়ে যাক মহাবীর কমরেড এক।