তৈয়ার আছি, ডাক পাড়লেই মাঝি হবো
স্ববৈভবে বৈঠা ধরে পার হবো উজান গাঙের স্রোত
ভয় বলে কিচ্ছুটি নেই
চাইলে ঘন ডামাডোলে নামবো রাস্তায়
সুখ দুঃখ গোনবার আর অবকাশ কই
অঙ্গে জড়িয়ে শ্যামের বাঁশির বিষ,
দৃঢ় প্রতিজ্ঞায় এঁকে দেবো নগ্ন পায়ের ছাপ
মনের উত্তাপ
যদি মন চায়, ডাক দিও তাহলেই বুঝবে
ফাগুনের রক্তলাল সূর্যটা আরো কত লাল হতে পারে
তৈয়ার আছি,
আজন্ম বুকের ভেতরে পুষছি যারে
তার ডাকে চিত্তের দোলায় দুলে পার হবো বিস্তীর্ণ পথ
সমস্ত ষড়যন্ত্রের বেদী হতে তুলে নিয়ে হিংসার বীজ, খুলে ফেলে মলিন মুখোশ
মন হতে দু'হাতে সরায়ে ঘন কুয়াশার আস্তরণ
কিংবা কালো মেঘের শতদল
আলোর বিচ্ছুরণ ঘটাবো নিশ্চয়ই
ডাক দিও, তৈয়ার আছি.. আমি...আমরা....