কতই না সময় পেরোলো
কতটুকু পেলাম আদর! কিইবা ছেলেখেলা!
কতটুকু চরাচরে বিচরণ!
দাগটানা আছে সময়ের।
ঘুড়িটার লাটাই হাতে
ছুটে চলা গ্রহ নক্ষত্রের সাথে আমাদের
আহলাদী বাসনার খানিকটা বাসর।
দাপুটে দৌঁড়ে পেছনে ফেরার সংকেতের কী এমন প্রয়োজন! যেখানে অন্তীহন ইচ্ছের পরিসর।
কেন এতো আয়োজন মনে? কত আর?
হেঁটে হেঁটে পৃথিবীই জানাতে পারে
চুম্বকের আকর্ষণ।
অথচ নিঃসীম আঁধারেরে নত ক'রে
সুখানুভূতি পেরিয়ে অসীমের পানে ধাবমান মন।
আহা! সবশেষে এক হয়ে যায়, এক জীবনের পর অমোঘ মরণ।