উঠলেই চাঁদ তোমার আকাশে
সজল চোখের ধারা
কেন কেঁদে চলো দিবস রজনী
কেন জাগে বেদনারা?
চাঁদ সুরুজের উদয় বিনাশ
সৃষ্টির অপার খেলা
হৃদয়ে তোমার সুখ দুঃখ গুলি
থাকবে না সারাবেলা।
শোনো, চলতে পথে কখনো যদি
মনে পড়ে সব কথা
সুদিন গুলি খুব ভেবে যাবে
ভুলে থেকে মন ব্যথা
কোন কালে কেউ গিয়েছিল ফেলে
না দিয়েই প্রেম হিয়া
সারাটা জনম কাটিয়ে দিওনা
মনের ভেতরে নিয়া
এটাই নিয়তি শাশ্বত এটাই
মানতে তোমাকে হবে
চলো খুশী হই ভালোবেসে যাই
ভালোবাসা রয়ে যাবে।