এখনো কী সাজিয়ে বসে আছো কটিদেশে রাঙা তলোয়ার, হাতেবর্ম রক্তরাঙা চোখ
সাতরঙা দিন?
নাভিশ্বাসের অখণ্ড সংসদ?
নাকি বিপ্লবের প্রবলটানে রক্তরাঙা আলপনায়
সাজাচ্ছো বসে ইউক্রেন রাশিয়া?
অগুনতি মানুষ কিন্তু এখনো দাঁড়ানো চিতায়
সম্পূরক প্রশ্ন নিয়ে বুকে
চোখ রাখে, বারুদ নিভাচ্ছে কত জীবন প্রদীপ?

এর থেকে চলো আজ,
বেঁচে উঠি; কাটিয়ে উঠি দুঃখের বেহুলা সময়
চলো আজ, মায়াসম্পর্কের গেরস্থালি নিয়ে
তাঁতঘরে সাজাই নিজেদের অস্তিত্ব
জাতিস্মরের হাতে রাখি নির্ভয় হাত
চলো আজ, প্রান্তরে পুঁতে রাখি সাম্যের বীজ
আশার সুতোয় বেঁধে স্বপ্নের ঘুড়ি
উড়িয়ে দেই আকাশ নীলে।