নেবো না কখনো ফুল, নেবো না প্রেয়সী
নেবো না চোখের চাওয়া
নেবো না আকাশ রবি তারকার হাসি
তোমার সুখের হাওয়া।
নেবোনা ঝুলানো চাঁদ নেবো না পৃথিবী
যখন পাবো না শরণ
নেবো না আকাশে মেঘ পরিণত রবি
হবেই যখন মরণ।
নেবো না উদাসী ছোঁয়া কখনো ফাগুন
কিশোর বেলার পরশ
কখনো ঈশানী মেঘ কান্নার আগুন
কাটিয়ে হাজার বরষ।
নেবো না দু'মুখো প্রেম পাষাণ প্রাচীর
তোমার আঁখির কাজল
জোছনায় ভেজা চুলে অজ্ঞাত খুশীর
উন্মাদ হবার আঁচল।
নেবো না কখনো গান হোক সে মধুর
যতই বাসনা জাগাই
পরাণ পাখিরে বলি চক্ষু সমুদ্দুর
যতই আগলে দাঁড়াই।