ক'দিন হয় আমি যেন পাগলপারা
মানতেই পারছি না ভেঙ্গে দেয়া সব সম্পর্কের দেয়াল
কথা দিয়ে কথাদের বিভাজন
প্রতিশ্রুতি দিয়েছিলে
বলো, চোখের অমন প্রতিশ্রুতি ছাড়া
আমাকে কী মানায় এমন পাগলামী?
বাসনার সুপ্ত অন্ধকারে না জ্বাললে আলো
আমি কী রক্ষণশীলতা ভুলে যেতে পারি?
একদম বিভোর হয়ে আছি_
মগ্নতাকে নিয়ে
বিহ্বলতা নিয়ে
অন্তর্দহন নিয়ে
চিত্তের অবৈভবে পারছি না দাঁড়াতে জোছনায়
বিকলাঙ্গ কাঠামোয় আর কিছু না হোক
অন্তত প্রেমের কুঠুরি নির্মাণ করা বৃথা।
নদী কখনো ভোলে না ভাটা আর জোয়ারের টান
বৃক্ষও ভোলে না শীত শেষে বসন্তের আবাহন
মানুষ কী করে ভোলে?
স্মৃতির মায়ায় জড়ানো বৃক্ষের ছায়ায়
কারো চোখের প্রতিশ্রুতি ছাড়া, কখনো কী
দাঁড়িয়ে থাকা যায়?