বড় কোন অঘটন ঘটে গেছে পৃথিবীতে
নইলে কেন মানুষ চেনেনা মানুষ
পশু থেকেও মানুষের অধম আচরণ?
কেন কথা দেয়া কথাদের বেমালুম এড়িয়ে চলা?
কেন প্রেমিক চেনেনা প্রেমিকা,
                  বোঝেনা সে সহজিয়া প্রেম?

বড় কোন অঘটন ঘটে গেছে পৃথিবীতে
নইলে কেন পুরুষ চেনেনা নারী, নারীও পুরুষ?
কেন প্রকৃতির নিয়মের লংঘন হামেশাই?
কেন প্রত্যাখ্যানের আওয়াজ চারিদিকে
              ঘুরেফিরে হিংস্রতা চোখেমুখে?

হয়তো বড় অঘটন ঘটে গেছে পৃথিবীতে
নইলে কেন দেশে দেশে মারনাস্ত্রের শান?
কেন গত হওয়া মহামারি জাগতে চায় অন্যভাবে?
কেন কিশোরী চেনে না নদী?
নদী কেন দাঁড়িয়ে থাকে বিকলাঙ্গ বেশে?

বড় কোন অঘটন ঘটে গেছে পৃথিবীতে
নইলে প্রকৃতি কেন উতলা আগুনে পোড়াচ্ছে সব?
বিহার শেষে মৃগয়াতে কারা পাতে যজ্ঞের উৎসব
চোখের নোনাজলে কে করে আত্মহনন?