এখন আর থাকিনা কারো অপেক্ষায়
জ্ঞাত কিংবা অজ্ঞাতে
স্বজন বাতাস উড়িয়ে আসবে না কেউ
বলবে না জীবনের রঙে এসে, এসো রঙিন হই
ফাগুন চোখে পৃথিবী দেখি....

এখন আমাদের মরে যাওয়া সময়
দাঁড়িয়ে থাকা ইউক্যালিপটাস জানুক রোদ ছায়া
পাখিরাও দেখুক মায়াবী শরীর, মেঘ বৃষ্টি ঝড়
পৃথিবীর রূগ্ন রূপান্তর....

এখন আর ভাবছি না কিছু
নদীর জলের ঢেউয়ে লিখে রাখি শত আয়ু
কেউ আসুক না আসুক
চিরকাল রেখেছি ধরে আশাবাদী বাহু।