আকাশ ছুঁতে ইচ্ছে ছিল খুব
পাঁচমূড়ার ওই পাহাড়টাও ধরার ছিল সাধ
বৃষ্টিমূখর সন্ধ্যা কেন পার হয়ে যায় নদী
আরেকটু ক্ষণ থেমে না হয় চলতো নিরবধি!
মেঘের পালক পালকিশূন্য অমরাবতীর হাট
মিলন মেলা হতাশাদের ঘন্টা অপরূপ
বাদ্যি বাজে চুড়ান্ত চঞ্চল
ওই সুদূরে সুখ পাখি ধায় উড়িয়ে অঞ্চল।
রাতের কাছে আঁধার ছুঁয়ে দেখি
ছুঁয়ে দেখার ইচ্ছে ছিল চাঁদ
একখানা মুখ ঠোঁটের কাছে যাদুর হাসি মাখা
ফুল পাখি আর ভালোবাসায় ভোরের স্বপ্ন আঁকা।
****************************