সব কথা বলা হয়ে গেলে
গাছের পাতারা টুপটাপ ঝরে পড়ে শব্দ বিহীন
হেমন্তের ফাঁকা মাঠ, যেন এক দীর্ঘশ্বাস
বিধবার সিঁথির মতো রুক্ষ, শূন্যতা ভরা
নদীও দেখছি এখন প্রবাহিত নয়
নেই সেই জোয়ার আর ভাটার অমোঘ টান
শীতের বিজ্ঞাপনে শহর গ্রামের নেই তো প্রভেদ
এখনো কিছু ফুল পাতা পড়ে আছে
গ্ৰামের মেঠো পথে
এখনো আছে কিছু স্বপ্ন চিরন্তন
মন খারাপ হলেও আবার জন্মাতে দেখি মন
আবার গজাতে দেখি নতুন কিশলয়,কৃষকের স্বপ্ন বোনা মাঠে
অথচ নতুন আশার আলোকে বলতে গিয়ে পিছপা হয়ে পড়ি, যদি না হাসে
যদি না ভাসে বুকের মাঝে চেতনা প্রবল
যদি বারবার এভাবে সত্যের মহাবানী অগ্রাহ্য করে এজলাস
ছিনতাই হওয়া ক্ষমতার মতো
তাহলে?
শুধু কৃষকের নয়, অন্তত ছত্রিশ কোটি চোখের স্বপ্ন খুঁড়ে খাবে মন্বন্তরের ক্ষুধিত শকুন।