শক্তিই শাসকের মস্তবড় হাতিয়ার
করেও চরম অন্যায় পার হয় যাপনের সিঁড়ি
পৌঁছেনা কানে তার শোষিতের প্রতিবাদ
পাণ্ডুর চোখে কী লিখবে নোগুচি, গোর্কি, নজরুল দস্তয়ভস্কি --
যতই লাল ফৌজ ছড়াও দিকে দিকে, দখলে রাখো রেঙ্গুন কলকাতা দিল্লী
তিয়েন আনমেন স্কোয়ার রক্তাক্ত হবেই
শান্তির লেলিন, ধ্বংস নামের হিটলার মুসেলিনি যুগে যুগে আসবেই ; ট্রুম্যান পোড়াবে হিরোশিমা নাগাসাকি

ছলনায় কলুষিত বাপুজি ইন্ডিয়ার
নাথুরামের নিশানা ছিল কী সঠিক অথবা বেঠিক
শান্তির বিনম্র ঘাটে ধর্ম রাখতে পারেনি সুনাম
ভাষার দাবীতে স্বাধীকার আদায়ে ঝরে গেছে লোহুর সাগর বহু প্রাণ

প্রযুক্তি সংগমে বিশ্বটা যদিও হাতের মুঠোয়
মানুষ হতে পারিনি তবু
মানুষের ধর্মই আমরা ভুলে গেছি মোহ আর লোভে
শক্তি আর সম্পদে
স্বাধীকারের এই এতোদিনেও জানিনা গন্তব্য কোনদিকে

ভাবতে পারো ?
শক্তি আর সম্পদ শৌর্যবীর্য কতকাল স্থায়ী !