কালো মেয়ে, অকূল তৃষ্ণার ঢেউ তুলে
কোন হাটে বিকাও স্বপ্ন তুমি?
কোন ঘাটের জলে ডুবে ভিজাও শরীর?
দেখছো তো তাকিয়ে অদূর
যুবকেরা আজও নেশা করে ফেরে ঘরে
আজও সে বেরোজগেরে
আজও রাষ্ট্রের ঘোড়া তাকে পারেনি
চড়াতে কোনো কাজে।

কালো মেয়ে, ঠোঁটে ঠোঁট চেপে তুমি
কাঁদতে যেওনা আর
নেমে পড়ো
শ্রমে আর মেধায় তুলে আনো স্বপ্ন তোমার
তবে যদি সময় হয় যুবকের ঘুম ভাঙবার।
______________________
টুঙ্গিপাড়া,