চলো আমরা, সভ্যতার ট্রেনে চড়ে নীতি আওড়াই
চোখের মোড়কে তুলে রাখি অশ্রুর প্লাবন
আত্মহননের পথে আর না বাড়াই পা
দুঃখ কী আর?
মরছে ভাই বন্ধু চেনাজানা গাঁয়ের স্বজন
আমার কী যায় আসে তাতে
পরাণের ভেতরেই থাক তুমুল যুদ্ধের আয়োজন।
চলো, আজ মানুষে মানুষে ভরিয়ে দেই
ধ্বংসোন্মুখ বসুধা ভাগাড়
নষ্ট বেদীতে রাখি মৃতের প্রেতচ্ছায়া
হৃদয়ের খুপরিতে পচনের গন্ধ লেগে থাক
চলো উন্মুক্ত নিলামে তুলি হৃদয়ের দাম
বেঁচে দেই নিজেকে নিজেই
লজ্জা পাবো না আর, হোক সে যতই বদনাম।
নাহলে চলো আজ, সবকিছু ভুলে
দেশটারে কাটি, অপারেশন টেবিলে দেই তুলে।