কতবার ডাকছো আমারে! ওলো সই
আসবো আসবো করে আর পারলাম কই?
পেরিয়ে গেলো উদাসী দুপুর
ব্যস্ত সাইকেল তবু গেঁয়ো পথ পেরিয়ে যায় না শহর
রাতদিন গাছে গাছে হুড়োহুড়ি পাখি আর জোছনার
হাটে-ঘাটে-নদীচরে পার হয় স্নিগ্ধ বিকেল
দিগন্তজোড়া শস্যখেতে কেটে যায় স্বপ্ন প্রহর।
ধরে নিতে দোষ কি আবার?
পাড়ার মোড়েই তেপান্তরে যাওয়ার বিশ্রামাগার,
ওই তো, স্লোগানমুখর দেয়ালে জন্মেছে গ্রাফিতি শ্যাওলার, ওই তো উড়ালপথ, মেট্রোরেল ব্যস্ত নগর।
ওলো সই, দেখো চেয়ে
পাহাড়ের কোল, নদীর চরাই
উন্নতির হুডখোলা রিক্সায় আসি আর যাই
বুকের গহীন ছিঁড়ে গাঁ যদি চলে যায় শহুরে হাওয়ায়
আহা! বেঁচে আর থাকবো কী কাঁঠাল ছায়ায়?
মায়াবী আকাশ কী দেখাবে ছুটন্ত তারা, দূরের গ্যালাক্সি এতোটা মধুর? হুটোপুটি ছেলেবেলা?
তাহল কী সত্যিই জীবন এক রঙের খেলা?