ব্রাত্য হয়ে আছি এ বাংলায়
আঁচলের সবুজ জমিন জুড়ে পললের ইতিহাস
তোমার উন্মাতাল নাচের মুদ্রায় খুঁজে যায়
আমার এ অপলক চোখ-- আর দ্রোহমাখা কণ্ঠস্বর
খুঁজে ফেরে নিবেদিত কবিতার অক্ষর।
আবেগে উদ্বেল স্বরে আমি খুঁজি প্রকৃতির প্রেম
অসীম আকাশ-- ব্রহ্মাণ্ড, এই ধরাতল মেঘের মিনার
প্রত্যাশার ডিঙ্গি বেয়ে নেমে আসা হরিৎ বিকেল
গোধূলির লাজরাঙা চিলেকোঠা ফুল
সীমাহীন সবুজের দাহ
আরাধ্য চিরদিন চিরকাল তবু অধরা
ব্রাত্য হলে ক্ষতি কি তাতে?