জোছনা রাতের চৌকাঠে মাথা রেখে
সে জন ঘুমায়, ঘুমায় পূর্ণ চাঁদ
ভাঙ্গে নিস্তব্ধতা নিশিকুটুম্বু ডেকে
আমি জেগে চাখি তাহার চুমুর স্বাদ।

ভেসে চলে মন, মন পবনের নাও
পাশের গাঁয়ের পরশিরা করে খোঁজ
কাছের মানুষ  যতদূর যাবে-- যাও
বলবো না তবু কারে খুঁজি প্রতিরোজ।

এখনো গায়েবি ডাক শুনি, ভাইজান!
আকুল স্বরে, কোথায় কেমন আছেন?
বেঁচে আছি বলি তারে, বউ আছে তিনখান
আপনি খুশিতে নাচতে চাইলে নাচেন।