চৈত্রের খা খা রোদ্দুর ঠেলে হেঁটে যাই কৈশোর
মরীচিকার হাতছানি ওই তো অদূরে
কে পার করে দেবে তৃষ্ণার নদী
জলবিহীন অথৈ দুঃখের জল!
*
কাকেরও ভিজতে ইচ্ছে হয় শেয়াল কিংবা কুকুর
বৃক্ষ রোজ ভিজে যায় শিশিরে রোদ্দুরে
মাটির গভীর জলে, তবু তার জলের তৃষ্ণা
ফুল ফল লতাপাতা শাখা দিগন্ত ছুঁয়ে আশা স্বপ্ন আঁকে
*
ও 'বৃক্ষ, ও' কৈশোর চৈত্রের সীমান্ত
মেঘ বলে বলে যতই হাক ছাড়ো,তাকাও ঈশানের কোন
রুদ্র বৈশাখী জীবনের দারুণ ফেরারি পিরিতি
আশ্চর্য সংগমে মাখাবে আবির
ফিরে তবু পাই না অতীত
*
স্নানঘাটে স্নাত যদি হতেই হয়, নিষ্ঠুর নিয়তি খাবলে দিক সানুগ্রহ মন
তবু আমি খুঁজবো কৈশোর ফেলে আসা দিন
আমার আমূল বিদ্ধ সেই বন্ধু প্রিয়জন।★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া, ১/৪/২১