থাকবো না, যাবো চলে__
দু'চোখের নোনাজলে ভরবো না বুকের বারুদ
তোমাকেও নেবো সাথে
প্রিজনগাড়ির থেকেও সরুপথে হাঁটবো না হয়!

ছায়াঢাকা পাখি ডাকা হরিৎ বিকেলে আর
মধুমতী হবে না দেখা
মায়ের কবরে ফুটলো কিনা নয়নতারা
চেনা জানা ধূলি-ধূসরিত পথে এলো কিনা
অন্ধ ভিখিরি আবার
হবে না জানা.....

আমাদের মিতালি ছিলো বিড়ালের
ওরাও থাকবে কিনা বেঁচে আর অশালীন দেশে
খোপে রাখা কবুতর ডাকবে তো বাকুম বাকুম?

যেখানে নেই আর নিস্তার কোনকিছু ভাবনার
গলা টিপে মারবার আগে, নিজেই সটকে পড়া ভাবি
দুঃখী জন্মভূমি! বলবো কি তোকে আর!
হায়েনায় করেছে ভর, তোর বুকে চালাচ্ছে ছুরি

তাই যদি হয়
অগুনতি দেশপ্রেমিক জ্বলে উঠবে নিশ্চয়