আমি বিশ্বাস করবো কাকে আর?
চলছে এখন ধর্ষণের বিরুদ্ধে বিষোদগার।

যে পুরুষ নারীবাদী হয়ে, ধর্ষিতা শিশুটির হয়ে তার
নানা ঘৃণা ছড়িয়ে যাচ্ছে ইদানিং
সেও সুযোগ পেলে ধর্ষণ করে, তারও খায়েশ জাগে,
ধর্ষণে উদ্ধত হতে ভাববে না একবার,
বিশ্বাস করবো কাকে আর?

যখন ছিলো না কোন সভ্যতা শিক্ষা-দীক্ষা, বুদ্ধি-বিবেক উলঙ্গ সময়, তখনও মানুষ এতোটা হিংস্র ছিলো কি? এতোটা পশু?

এ কোন পৈশাচিক যুগে এসে দাঁড়ালাম?
পিতা কন্যাকে, ভ্রাতা ভগ্নিকে, নিকটাত্মীয় আত্মীয়কে
প্রাগৈতিহাসিক যুগের নির্মমতা নিয়ে আছে..

আমি বিশ্বাস করবো কাকে আর...
রাষ্ট্র নিজেই ধর্ষণ করে চলেছে সভ্যতা, সংস্কৃতি
নিজেই মুছছে রাষ্ট্রের ইতিহাস, পোড়াচ্ছে হৃদয়
রাষ্ট্রের তত্বাবধানেই মরছে মানুষ, ভাঙছে বাড়িঘর!
কোথায় চলেছি হে স্বদেশবাসি?
নামছি নাকি উঠছি, সিঁড়ি ধরে অবিবেকের?

আমি বিশ্বাস করবো কাকে আর?
ঈমাম মুয়াজ্জিন শিক্ষক বিচারক জাতির বিবেক আমজনতা রাজার দরবার
সবকিছু একাকার

বিশ্বাসেরও বিশ্বাস করবার নাই যেন অধিকার।