প্রতিদিন মুছে যায় নাম ধাম ধূসর অতীত
মুছে যায় আমাদের সম্পর্কের দাগ
আলো আর অন্ধকারের সারি সারি ঘর
হৃদয়ে জমানো সব, চড়িয়ে নিলামে
কী থাকে শূন্যতা ছাড়া? মেঘ আর ঝড়
গড়ে কী কখনো আচানক নীড়?
নদী তার ফেলে যায় মৃত্যুর রেখা-
জীবন মৃত্যু প্রতিদিন, আগমন প্রস্থাণ
তবু কী পাওয়া হলো কম?
দুঃখ আর বেদনায় মোড়ানো জীবন
স্মৃতির অতলে ডুবানো একরাশ
বিষণ্ণতা।
উঠে আসবার পথে পথে কাঁটা
তবু কেউ মাড়িয়ে উঠতে চায়, উঠেও যায়
বিষণ্ণতাকে করে দূর-