বিষবৃক্ষের ছায়াতলে কত আর?
দিগন্ত ছুঁয়ে ওই তো দৃষ্টির সীমানা ডেকে যায়
উৎকৃষ্ট ভাবনা, বেভুল রজনী আর নয়।
বাড়াবাড়ি হলো তো অনেক
তাবৎ অসুখ সামলে এগোতে পারলেই হয়
দুঃখ কথা না হয় নাইবা হলো বলা
তারুণ্য শক্তির পুঁজি দিনে দিনে হচ্ছে যে ক্ষয় !
ওই তো নিস্ক্রান্তের ভুল পথ ;
ওখানে নির্ভয়ে আগলে দাঁড়ানো যারা
তারাও বৈশাখী ঝড়ের অধিক
ভেঙ্গেচুরে দিলেও তো দিতে পারে
অদ্ভুত আঁধারের বায়োপিক।