আমার তো ফোন নেই,
তোমার ফোন নম্বরটা আমাকে দিও, বুকের পকেটে রেখে দেবো।
বলা তো যায় না কখন কি হয়? বেওয়ারিশ না বলে লোকে
অন্তত লোকান্তরিত ঠিকানায় পাঠাতে ভুল না করে কেউ
তোমাকে জানালে বলে দিও, " আমিও ছিলাম কোন গায়ের স্বজন অথবা অন্য কোন পাগল একজন। "
সেবার যখন কিছুটা সুস্থ হয়েছিলাম
নয়নতারা লাগিয়েছিলাম কবরস্থানে
হয়তো এতোদিনে ডালপালা গজিয়েছে তার।
যাকে নিয়ে মালা গাঁথা হবে সে হারালো কোন রৌদ্রস্নাত সকালে, সে সকাল ফুরিয়েছে বারবার।
মনের বাগানে কিন্তু এখনো ফোটেনি কোন ফুল
জঙ্গলা চাহনিতে যে আকর্ষণ ছিল
আরো করুণ সে চাওয়া
সবকিছু মিলিয়ে যায় মেলায় না তার চলে যাওয়া..
তবুও আজ তোমাকে জানালাম
মনের অজান্তে হয়ত তোমাকে পাওয়া।
__________________________