ফি বছর বিজয় দিবস আসে
বিজয় আসেনা
আগের মতোই পতাকা ওড়ে বিজয়ী আকাশে
তোপ ধ্বনি হয় যথাযথ
ফুলমাল্যে ভরে যায় শহীদ মিনার
কিন্তু বিজয় আসেনা।
পদ্মা মেঘনায় বহু জলরাশি বয়ে গেলো
সময়ের কাঁটাও ঘুরলো অনেক পথ, অনেক আকাশ
বহু হাত বদলে বদলে ছারখার হলো মসনদ
বহু সুখ আর দুঃখগুলো ভাগ করে নিতে নিতে
অগণিত দুঃখী আর পেলো না সুযোগ
দুঃখীর ঘরে ঘরে আসলো না বিজয় এখনো
পথ চাওয়ার হবে কি হবে না শেষ
আসবে কিনা বিজয় শেষমেশ??
অন্তরে নেভে আর জ্বলে
জোনাকির আলোর মতো জ্বলতে থাকা আশা
এখনো স্বপ্ন দ্যাখে বাংলাদেশ,
এখনো মেধা ও শ্রমের চলছে অহরহ সমাবেশ
আসবে বিজয় জোরেশোরে
নিশ্চয়ই হবে এদেশ স্বপ্ন সোনার দেশ
বাংলাই হবে চিরকাল, এদেশের মানুষের ভাষা।