বাঁচতে আমি চাইনি কিন্তু বাঁচায় আমায় টেনশনে
দিন কাটে না রাত কাটে না বেতনবিহীন পেনশনে।
বাজার মুখী চাই না যেতে চাই না খেতে তরকারি
যাই না এখন ঘরের বাহির হোক না যতই  দরকারী।
মাসের শেষে বিল আসে তা পৌঁছাতে হয় ঠিকমতো
না হলে তো পানি বিদ্যুৎ আর ওষুধ মুদি বাদ যেতো।
খাবার চালের দাম বেড়েছে ঠিক অল্প নাকি সামান্য
যে যায় বাজার সে হয় বেজার আইন করে অমান্য।

মন্ত্রী সাহেব আমলা যারা ব্যবসা বোঝে তারাই সব
বিপদ যখন দেশের দশের তাদের চলে মহোৎসব।
চিরকালই দেখে গেলাম কৃষক শ্রমিক মজুর ভাই
মোটা চাল আর মোটা কাপড় এটুক পেলে ভাবনা নাই।
কেবল ওদের পেট ভরে তো মন ভরে না কিচ্ছুতেই
যারা লোটে ফায়দা উঠায় পাচার করার বিচ্ছু সেই।