নামবার প্রস্তুতি নিচ্ছিলো মানুষগুলো
আরেকদল অমানুষ ছিটালো গান পাউডার
মুহূর্তে রেলের বগিতে ছড়িয়ে গেলো আগুন
মানুষের বিভৎস চিৎকার, আহাজারি
কাঠ কয়লার মতো মানুষেরই দেহগুলো পুড়ে পুড়ে জানান দিয়ে গেলো
তোমার ক্ষমতা আর মসনদের লোভ
তোমার আত্মসম্মান, অহমিকা না থাকার ক্ষোভ
তুমি ক্ষমতার লোভে, মসনদের লোভে, আত্মঅহমিকার জন্যে মানুষ হয়ে মানুষকে পোড়াও, অঙ্গার কর , কাঁদাও পৃথিবীকে
সে ঘৃণিত পন্থা
সে ক্ষমতা আর মসনদে আমি হিসু করি
সে ইজ্জতকে আমি বে আব্রু করি
সে লজ্জতকে আমি লাথি মারি
অগত্যা বলতেই হয়
মানবিক ভাবনা যে মগজে নেই
মানবতার উচ্চারণ যে মনের ভেতরে নেই
সে পোড়াবে সভ্যতা, নগর, বন্দর, জনপথ
এটাই তো সত্য বলে জানি,
আরো সত্য বলে মানিঃ তার বসবাস সভ্য নগরে নয়
শেকলে, বিচারের কাঠগড়ায়।