বিবেকের নিকট প্রশ্ন করেছি বহুবার
দেখলাম, তুমি ভাবছো
আজও আমি হামাগুড়ি দেই শৈশবের
আজও আগুনকে আগুন বলে চিনিনা
জানিনা কল্যাণী দুপুর
বুঝি না স্বপ্নের রুদ্ধদ্বারে কী করে
ঠোকর মারে মন্বন্তরের ক্ষুধিত শকুন?

সে ভাববার, ভাবো-
আমি কিন্তু মাপতে পারি বায়ুর প্রত্যাঘাত
বুঝতে পারি চুমুর উষ্ণতা অথবা ঘৃণার
ধরতেও পারি বাড়ানো হাতে
ভাবনার ধুলো আর লিপ্সার সন্ধান।

আমি কিন্তু ধরতে পারি ছুটন্ত ঘাসফড়িঙ
দিতে পারি উল্লাসী স্লোগান
দেখতে পারি স্বচ্ছ নদীর ধারা
অথবা নদীর যেখানে শেষ....

বায়বীয় এইসব হিজল তমাল ভেবে ভেবে
তুমিও পরবাসী হয়ে গেছো আজকাল...
দূরের গাঁয়ের ছাতিম তলাটা কোথায়
ভুলে গেছো কিনা, বিবেক?
মনে হচ্ছে--
তোমার বড্ড ঘ্রাণ আর ছায়ার দরকার।

★ লেখাটির মন্তব্যের রিপ্লাই দিতে গিয়ে অসাবধানতাবশত ডিলেট হয়ে গেছে।তাই আবার পোস্ট করছি। নীচের বন্ধু কবির মতামত এসেছিল।★

কবিতাটি ৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২০/১২/২০২৪, ১৮:৫১ মি:
আইপি এড্রেস: ১০৩.২৫৩.১০২.২৩৮
গুগলে সার্চ দিন  -  ফেসবুকে সার্চ দিন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

×আপনার মন্তব্যটি প্রকাশিত হয়েছে।
ইংরেজি    অভ্র    ইউনিজয়
আপনার মন্তব্য

মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত ৭টি মন্তব্য এসেছে।

মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি) বীর মুক্তিযোদ্ধা২০/১২/২০২৪, ২২:৪৬ মি:
অনন্য কাব্যিকতায় বিমুগ্ধ হলাম।
অনেক শুভ কামনা রইল।
১০৩.১৮৬.২৫২.৯উত্তর দিন    মুছে ফেলুন

মোহাম্মদ খায়রুল কাদির২০/১২/২০২৪, ২২:০০ মি:
অনন্য উপমা রূপকে সমকালীন সমাজ ভাবনায় অসাধারণ দ্রোহের উচ্চারণ। মুগ্ধ পাঠ, "আমি কিন্তু ধরতে পারি ছুটন্ত ঘাসফড়িঙ/দিতে পারি উল্লাসী শ্লোগান "

অনেক শুভেচ্ছা ও শুভ রাত্রি, প্রিয় কবি।
৩৭.১১১.১৯২.৫৩উত্তর দিন    মুছে ফেলুন

দীপ্তি রায়২০/১২/২০২৪, ২১:৫৩ মি:
"শৈশবে শিশুমন না জানে জল দহন ,
না জানে ঘর বাহির চিনেনা পর আপন !
জানেনা ভালো মন্দ না জানে কলহ দ্বন্দ্ব ,
বোঝেনা বাঁচা মরা অখাদ্য ও সুখাদ্য !"
প্রিয় কবিকে অশেষ শুভেচ্ছা জানাই ! অসাধারন লিখেছেন ! ভালো থাকুন !
১০৬.১৯৬.১১.৮উত্তর দিন    মুছে ফেলুন

মোঃ সিরাজুল হক ভূঞা২০/১২/২০২৪, ২১:২৯ মি:
চরম দ্রোহপূর্ণ অনন্য প্রতিবাদী কাব্য পাঠে মনে দাগ কাটলো ভীষণভাবে শ্রদ্ধেয় প্রিয় বরেণ্য কবি। অপূর্ব উপস্থাপন। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা থাকলো আপনার জন্য। ভালো থাকবেন সবসময় প্রিয় কবি।
৩৭.১১১.২১২.৮৫উত্তর দিন    মুছে ফেলুন

মোঃ আব্দুল লতিফ রিপন২০/১২/২০২৪, ২১:০৯ মি:
অসাধারণ সৃজন।
শুভকামনা রইল প্রিয় কবি।
১০৩.৯৯.১৮৪.১৩০উত্তর দিন    মুছে ফেলুন

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত কবি)২০/১২/২০২৪, ১৯:০৯ মি:
অসাধারণ লিখেছেন শুভেচ্ছা শুভ কামনা রইল।
৫১.৩৯.২৪৭.৭৮উত্তর দিন    মুছে ফেলুন

গায়ত্রী পাল২০/১২/২০২৪, ১৮:৫৯ মি:
সুন্দর সৃজন
১৫৭.৪০.৮৭.৮৪উত্তর দিন    মুছে ফেলুন