বিষণ্ণ দেয়াল
পারছে না ঘাড়ে নিতে মিথ্যের কারুকাজ
দাঁড়ানো বৃক্ষগুলো কান্নার জলে ভেজা
প্রকৃতির আগেই কেন পাল্টে যায় মানুষ স্বভাব?
এ কোন সময়?
বড্ড বেশী বেসামাল সবকিছু
যাযাবর মন ফেরি করে
কে আর কবে উঠেছে ওপরের সিঁড়ি?
পারেনি বদলাতে কেউ প্রকৃতির সাজানো নিয়তি
ব্যস্ততায় কাজ নেই
মিথ্যে দিয়ে মিথ্যের মৃত্যু ঘটে না কোনদিন।