তবুও আকাঙ্ক্ষা প্রচুর
কুয়াশা আসুক যত, আসুক তো বেঁচে থাকা সবটা দুপুর
থাকুক তো বেঁচে সব মুখরা মানুষ
সময়ের আগে কারো চাইনা প্রস্থান।

মাঝে মাঝে আসে ঝড়, মহামারি যুদ্ধ পরস্পর
বিধির বিধান তাই জন্ম মৃত্যু নিশ্চয়
অনেক আকাঙ্ক্ষা তবু বাঁচবার
বাঁচতে চাই মহাকালে অমর অবিনাশী কবিতায়।