মন আমার পাল্টে যায় যাক সময়ের দোষে
তাতে আর করার কী বলো?
কিছু স্মৃতি হারিয়ে যাবে যাক সঙ্গ দেয়া দোষে,
খুলে যাক নিশুতি জানলা, জ্যোৎস্নায় ভেসে যাক ভুলে ভরা অসুখী বাগান।
তবু মরু চোখে স্বপ্রতিভ জেগে ওঠে দারুচিনি মন
একটি সবুজ সঞ্জীবনীর নতুন ভোর
যা দেখার সুপ্ত বাসনায় আর
অসীম মমতায় আমি ক্রমশ জড়িয়ে যাবো!
আহা মায়া! আরেকটু গড়ালে সময়, এই আমি ডুবে যাবো চিন্তায় মননে, মিশে যাবো রক্ত কনিকায়,
প্লাবিত হবো কাব্য কবিতায়।
জীবন যদি সমুদ্র হয়, জীবন আর সমুদ্রের মিল অমিলের চূড়ান্ত দ্বন্দ্ব শেষে
পাখিদের গানে, ফুলের নাভিতে লিখে দেবো-
আমিও কালের মিছিলের সামান্য আলোর বাহক।