শ্রমের বাজারে দেবো না বেঁচতে শ্রম
ব্যবসায়ী সব এক জোট হয়ে আছি
দিবো যাহা পাবে তার থেকে আরো কম
যে মরে মরুক আমরা তো আগে বাঁচি।
আছে লাভ ক্ষতি হিসেবের কড়াকড়ি
পাঠালাম কতো সে সব নাইবা ভাবা
আগামীতে যদি চেয়ারে বসতে পারি
গরীবেরে মেরে ফি বছর যাবো কাবা।
মানুষ ঠকায়ে উপরে ওঠার সিঁড়ি
নিয়ে নিতে হবে হাতের মুঠোর পরে
দেশ বেচে দেবো স্বদেশের খেয়া পাড়ি
বেগম পাড়ায় সব সুখ নেবো ধরে।
মানুষ জানবে আমার মতন কেউ
জনতার ভালো চায়নি তো কোনদিন
পেছনের পথে আমার সুখের ঢেউ
হবে না কখনো বিলীন ও অমলিন।
আমি জানি আমি ভীরু প্রতারক ভণ্ড
আমার সুখের অবনী ধরিয়া নাচি
মানুষের মাঝে মালামালে হোক দ্বন্দ্ব
দু'মুঠো ছিটায়ে হবো আমি কাছাকাছি।