এ কি শোনাচ্ছে মন্থরা?
মুছেনাকি যায়নি একাত্তর, কিংবা অতীত
ব্যাক আপ রেখেই রিসেট বাটন চাপছেন নাকি তিনি!
তাহলে কী মুখের হাত পশ্চাতে গেলো চলে?
এবার কী হবে? আবার কী শোনাবে ?

চালাকের চার স্থান বোকার এক স্থান মনে আছে?
চিরকাল খেটেখুটে থাকলো বোকা এদেশের লোক
তারা চায় সামান্য নুন ভাত, বাঁচতে অবাধ....

আর চালাকেরা?
অঢেল সম্পদে  ক্রমশ গড়ে তোলে নিজের কবর
রাজা রাষ্ট্র রাজনীতির চরম খেলায়
মত্ত হতে হতে
অবশেষে রিসেট বাটন চাপে জীবনের
কাজ কি হয় তাতে আর?
সমুহ বিপদ দেখে, খুঁজে ফেরে পথ__পালাবার।

আয় কে কে যাবি আয়
                              ডাকছে মলিন সন্ধ্যায়।
__________________________
রচনা ১০/১০/২০২৪