অন্ধ সেজে পথ হাঁটি আজকাল
দেখতে চাই না, মানুষ আর মেধাবীরা চলে যাচ্ছে
দেশ ছেড়ে বিদেশ বিভূঁই
এই রাষ্ট্র,পারলো না তারে দিতে নিজ ভূমে
যোগ্য সম্মান, যোগ্য কর্মালয়।
দেখতে চাই না, রাজা, রাষ্ট্র আর নীতিগুলো
সবসময় স্বার্থান্ধ হয়

হায়রে অন্ধ সমাজ !
পাহাড় সমান সম্পদে ভরো দেশ-বিদেশের গোলা, পারলে না দিতে কারো সক্ষমতার কাজ
অথচ হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে--

দেখতে চাই না, যারাও আছে কাজ নাই তার কোনো
হোক তার রুটি রুজি
খুলুক রাষ্ট্র, রাজনীতিবিদ, ব্যবসায়ী বড় বড়
স্থায়ী কোন বাঁচবার শ্রমালয়
দিনের শেষে নুন-ভাত আর হোক তার আশ্রয়।
_______________________
১৪/১০/২০২৩