আজ দুপুর দুটোয় চলে গেলেন অসীম সাহা
আহা! কবিতার আরেক মধ্যমনি
টেনে দিয়ে জীবনের ইতি
গেলেন চলে মর্ত্য ছেঁড়ে!
জাগিয়ে বিপুল আশা ছড়িয়ে সমুদ্র ভালোবাসা
শাশ্বত কালের কবিদের মতো
তিনিও দিলেন পাড়ি, অন্যকালে, অন্য কোনোখানে
কবি বলে যান পরাণ কথন,কবি বলে যান জীবনের গান, সজীবের আহবান
মৃত্যুকেও করে আলিঙ্গন চিরকাল কবিগন থাকেন জেগে।
শোকগাথা নয় আন্তরিক ভালোবাসায়, শ্রদ্ধায় বিদায় জানাবো তাঁকে
জীবনের কোনোখানে মান অভিমানে হলেও হতে পারে প্রয়োজন তাঁর কবিতাকে।