দেখছি, খেলা দেখছি অহরহ
অগুনতি হারেও কেমন সুন্দর হেরে যাবার অজুহাত
মুখরোচক আশাবাদে আবারও নামবার পালা
এ তোমার খুব বাড়াবাড়ি
নীচু লোভে ডুবিয়ে দিচ্ছো দেশ রাষ্ট্র জনতা মানসম্মান হাজার বছরের ঐতিহ্য
এমন খেলা আর কত খেলবে মাঠে ঘাটে সমারোহে ?
ধুকছি, জীবন মৃত্যুর দোলাচলে দুলছি
অজস্র নাকানিচোবানি শেষে কোন আশার বাগানে ফুল ফোটাবার আশ্বাসে মন ভরছি?
আসলেই কী বেঁচে আছি? নাকি অবিশ্বাসের পায়া ধরে বেঁচে থাকবার শেষ প্রচেষ্টায় ধুকছি?
ধুকছি, বালুচরে নদীর মতো মুখ থুবড়ে ধুকছি!
আসছি আবার মাঠে ময়দানে,তুমুল চিৎকারে
খুব বেশী বিলম্ব হবেনা, আসছি
এবার হয় পর্বতারোহণ নাহলে ভূতল,
মাঝ নদীর জীবনে ভাসছি, যা চাইছি না কোনমতে
আসছি, তুমুল চিৎকারে বাস্তবেই আসছি।
___________________
০৭/০৮/২০২২