রাষ্ট্র রাজনীতি বেহিসেবি হালচাল
সমস্যা বহুবিধ
চলছে মুসলিমের রোজা রমজান
সামনেই ঈদ।

মানুষ বলছে শুধু নেই, নেই,
নেই আর নেই
এমন অবস্থা দেশে কাকে রেখে
কাকেই বা দেই?

মানুষ বুঝেছে অতীত, তার মানে
এখন অভাব
চিরকাল কাটালো অভাবে অভাবে
এটাই আসল স্বভাব।

স্বভাব যায়না তো সাবানে ছোডায়
সকলেই জানে
হিংসা হিংস্রতা লোভ আর লালসা
আজীবন টানে।