ভাবছি না কেউ, নিস্তব্ধ হয়ে যাবে সবকিছু একদিন
বুকের ভাঁজ ভেঙ্গে উড়ে যাবে মনপাখি ...
কখনো কেউ শুধোবে না কোথায় কেমন আছে
কিবা ছিলো, সেই প্রিয়জন__
তবুও তো ফিরে যাই, খুঁজে ফিরি মনের গৃহস্থালি
গোধূলির লাজরাঙা স্মৃতির সীমানায় কান পেতে শুনি
কার যেন মিছিলের জয়ধ্বনি।
অক্ষরের রঙিন সুতোয় বাক্যের মালা গেঁথে
প্রণয়ী সময়কে সাজিয়ে যাই নতুন সাজে
নিষেধের ছায়াপথ ডিঙিয়ে জলপথে হেঁটে হেঁটে অবচেতন চিত্রের সাথে নিজেকে তুলনা করি বারবার।
মাঝে মাঝে মৃন্ময়ী ভাবনারা নিরাভরণ হলে
আঙিনার সবুজে বুনে চলি তীক্ষ্ণানুভূতির বীজ
নজরবন্দী বিবেকের তৎপরতায়
অবাক বিষ্ময়ে দেখি সৌহার্দের নিপুন শিল্পকর্ম!
আশাহত হইনা কখনো
ভাবতেই থাকি, আর কিছু না হোক
এ দেশের খোলনলচে উপড়ানো রাজনীতিবিদের মতো বেঁচে থাকি আরো অন্তত হাজার বছর।