আমি এখন সকলের পর বনে গেছি
কারো কাছে যাই না
গাও গেরামে অনাহুত অতীত
বানিজ্য বুঝিনা, রাজনীতি বুঝিনা, তেলমারতেও বুঝিনা
ওরা মুহূর্তে তেল, মরিচ, পেঁয়াজ, মসলার ব্যবসায় ফুলে উঠেছে নয়মাসের গর্ভবতী মায়ের মতো
ডিম, মুরগীতে ওদের কাপড়ের তলাও দামী হয়ে উঠেছে
রাষ্ট্র তাকে ছায়া দেয় অথবা সে
কেবল রাষ্ট্রের নিজস্ব ঝুড়িটা ছোট হতে ছোট হয়ে যায়
ব্যক্তি ওঠে অনেক উচ্চতায়
সুশীলেরা আজ সূতিকায় আক্রান্ত
মিডিয়া নিজেরাই মুখ লুকিয়ে
জিনিসের চড়া মূল্যে বাতাস দিচ্ছে প্রশাসন
খাবি খাচ্ছে সাধারণ জনগণ
তারা বাকশক্তিহীন, অচল, অথর্ব বলেই
যার যতটুকু শক্তি মেরে যাচ্ছে দূর্বলের পাছা
আমি আর কী করতে পারি বলুন ?
এই দেশ এই দেশের জনতা নিয়ে আমার
আপাতত কিছু বলবার নেই।
যার যতটা ইচ্ছে, পূরণ করে যান।