সবকিছু প্রকারের পর, তবুও তুমি ছিলে
অন্য মানুষ, অন্যকিছু
অদৃশ্য কোন এক সূতোর টানে, বারবার ছুটে গেছো
কারো পিছু পিছু
পৃথিবীর সব ভাষা, সব আশা পাওয়া হলো শেষ
তবুও বাড়াও হাত, তবুও পেতে নাই বিস্বাদ
যেতে হবে, মনে হয় যেতে হবে ;
তবুও আশা আর হয়না নিঃশেষ।

জনম জনম ধরে এলো গেলো জন মহাজন
মিশে গেছে সময়ের অতল তলে ; কারো আর নেই
অবশেষ
অথচ নদীরাও মরে গেলে থাকে পড়ে বহুদিন রেশ।