আমারও বুকের মধ্যে রংপুর আছে
সে ১৯৯৭ সালে
এখনো তেলের কড়াইতে মাছ দিলেই যেমন ছ্যাত করে অমন করেই তো মন ভাজা হয়
তবু মনকে পারিনা ফেরাতে
রোদকলা দুপুর যদি এখনো হাক পাড়ে
যুূদ্ধের পতাকা দণ্ডের মতো ছুটতে ইচ্ছে হয়
ওগো বাহে অংপুরে কখন সকাল হয়?
জলের নীচে ডুবানো মন, তেলে জলে পোড়ে
আজও রংপুর আদুল পরাণে দোলে
আহা! ভ্রান্তির মতো তাকে যদি দেখি, একবারে
বলেই দিতাম না বলা কথাটারে।