সূর্য ঘুমিয়ে গেলে আকাশেতে জেগে থাকে চাঁদ
কী তার আহলাদ?
ঘুরে ঘুরে পৃথিবীটা ফিরে আসে চারিধার
এই আলো আর এই অন্ধকার।
সময়ে চাঁদও ঘুমায়
থেমে যায় ঢেউয়ের ছলাৎ
আহা! সৃষ্টির এই যে ঘুম আর ঘূর্ণন কী নিপুণ নিখাদ!

কারো কারো ঘুম নেই চোখে,
চলে অঘুমের দাহ
চিরকাল হৃদয়ের বেহালায় বেজে যায়
বেদনার হিমবাহ
কারো কারো ঘুম নেই, ঘুমায় না কোনো কালে
জেগে যত বেদনার ভার সৃষ্টির আনন্দ অপার
লিখে রাখে অন্তর্জালে।
=========================