রাস্তা পার হতে গেলেও
ঈশ্বর ভরসাই করতে হয় সবসময়
রাষ্ট্র রাজনীতি জনতার ভরসা বহুদূর
কবে ভরসা পেয়েছিলো, কেউ?
ওই ঈশ্বরই যদি শেষ আশ্রয় হয়
তবে তুমি কে হে হনু? আর তোমার আইন?
জলসিঁড়ি?
নাকি ঢেকে রাখা ফেরাউনের ভেতরের মন?
গুহা কোণে তারও ছিলো পরম আরাধনা।
শতাব্দী প্রাচীন বটবৃক্ষের খোড়লে যে পেঁচা
বাঁশবনে রাতের কানাকুয়া
ঘরের ফোঁকরে চড়ুই আর ঝড় জল উপেক্ষার
পোষাহীন প্রাণীকুল
প্লাইস্টোসিন যুগ হতে চলে আসা সময়
কেটে যায় কার ভরসায়?
আঁধারের জীবন তবু বের হতে চায় আলোয়।