কেউ আর জানুক বা না জানুক
যতই আগলে দাঁড়াই রাজপথ
স্মৃতির দেয়ালে লিখি পরাণ কথন
আমি কাঁদি, কাঁদে প্রেম
ক্লান্ত হয় শেফালি বকুল

লজ্জাবতীর মতো নুয়ে যাওয়া মনে
বাঁশি কী বাজে আর প্রফুল্ল সম্ভোধনে?
কেবল ছড়ায় বিষাদ
যতই উঠুক রাতে আহলাদী চাঁদ।

এ মনের ভেঙ্গেছে দুয়ার
হলুদ পোষাকের সেই দুরন্ত যৌবন
আসবে না আসবে না আর
হৃদয়ের প্রেম তবু নদীর মতো
অমৃত স্বভাবে কাটায় নগ্ন সময়।