ভাবছি, আমরা কী এককালে মানুষ ছিলাম?
আমাদের আচরণ ছিলো কী মানুষের মতো?
আচ্ছা! আমরা কী এখনো মানুষ?
নাকি অন্যকিছু?
চিনতে পারিনা আজ নিজেকে নিজেই
পরিয়েছি নিজ পায়ে মখমলি সুখ, তাই তো দেখিনা কারো অসুখ বিসুখ
নিজেরে পাল্টে ফেলি, ঘুরে যাই উত্তর-দক্ষিণ
ভাবি না পৃথিবীতে এসেছিল নুহের প্লাবন
কুহকের অন্ধকারে ঢেকে রাখি নিজেকে নিজেই
বলতেও পারিনা আজ এই আমি সেই।

ভাবছি, জন্মালাম কোনভাবে এবং কোথায়?
যদি ভুলে যাই হোয়াংহো নদী ছিলো দুঃখ চীনের
ফি বছর হার্মাদসহ আরো জলদস্যুরা হানাদিতো
আরাকানে, চট্টগ্রামে
যদি ভুলে যাই
বানিজ্যের নামে এই দেশ কেড়ে নিলো ইংরেজ
চালালো অত্যাচার নিপীড়ন দুইশো বছর....

তারপর সময়ের প্রবল প্রয়োজনে
হ্যামিলনের বাঁশিওয়ালার ফুৎকার এলো কানে
বহু মীরজাফর ৪৭, ৫২, ৭১ আর রক্তের সাগর পেরিয়ে
পেলাম একটি মানচিত্র, একটি পতাকা ও গান
জীবনের তুমুল তুফান......

আজ যদি ভুলে যাই
যদি বলি, চাপছি রিসেট বাটন
অতীত বলে কিছু নাই
তাহলে আমরা কী মানুষ?
নাকি অন্যকিছু? নাকি অন্যকিছু?